স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসটি মুন্সিগঞ্জ শহরের খালইষ্ট নতুন পাসপোর্ট অফিসের উত্তর -পূর্ব কোনে অবস্থিত। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কাজে নিয়োজিত সর্ববৃহৎ সরকারি প্রতিষ্ঠান। টেকসই পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ দিনের ধারাবাহিক সাফল্যের ঐতিহ্য ও প্রশংসনীয় অবদান। সূচনালগ্ন থেকেই বিশ্ব নন্দিত কুমিল্লা মডেলের ‘‘দ্বি-স্তর সমবায়’’ পদ্ধতি, আধুনিক কৃষি পদ্ধতি ও সেচ সম্প্রসারণ, উন্নত কৃষি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রভৃতির মাধ্যমে বিআরডিবি দেশের কৃষি ক্ষেত্রে এক ‘নীরব বিপ্লব’ ঘটিয়ে চলেছে। উপপরিচালকের কার্যালয়, বিআরডিবি, মুন্সীগঞ্জের মাধ্যমে জেলার বিআরডিবির সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস